সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কারো কথায় নয় -ড. রেদোয়ান আহমেদ
চান্দিনা ( কুমিল্লা) প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন,সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কারো কথায় নয়। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা মাধাইয়া ইউনিয়নের নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠে ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি সামাদ আড়তদারের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান,
উপজেলা গণতান্ত্রিক যুবদল এর সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া,
উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এর সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম ও রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন,মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর সভাপতি মোঃ রাকিবুল হাসান (রাব্বি)সহ আরো অনেকেই।