চান্দিনা( কুমিল্লা) প্রতিনিধি।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা, সনদপত্র, যুব ঋণের চেক ও সম্মমনা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান। যুব সফলতার জন্য ক্রেস্ট প্রদান করা হয়েছে শ্রেষ্ঠ সংগঠক ঊষা যুব মহিলা সংগঠনের সভাপতি মোসা: বিলকিছ আক্তার,মো. আবদুল হালিম, সনদ দেওয়া হয়েছে শিরীন আক্তার, খাদিজা আক্ত, স্বর্ণা আক্তার,কুদ্দুস মিয়া, হানিফ, হাসান আলিকে। যুব ঋণ প্রদান করা হয়েছে দুজনকে।