শাহজালাল সরকার সাজু। কুমিল্লার চান্দিনায় বিপুল পরিমাণ ভেজালপন্যসহ ০২ জন আটক করেছে যৌথ বাহিনী। ধ্বংস করা হয়েছে পাঁচ লাখ টাকার ভেজাল পণ্য । রবিবার ১০ আগস্ট বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দিনা পৌরসভর ২ নং ওয়ার্ড হারং গ্রামে স্বপ্ন ভিলা জসিমুজ্জামান ভূঁইয়ার বহুতল ভবনের প্রথম তলা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় আলাউদ্দিন এবং খাইরুল ইসলাম দুজন মিলে স্বপ্ন ভিলায় অবৈধ এনার্জি ড্রিংক এর কারখানা দীর্ঘদিন পরিচালনা করে আসছে। এবং সেখানে তারা প্রতিনিয়ত অবৈধ কোমল পানীয় উৎপাদন করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের উপর ভিত্তি করে মেজর বরকতুল্লাহ আহমেদ মাহমুদুর রহমান চান্দিনা উপজেলা কমিশনার ভূমি ফয়সাল আল নূরকে সাথে নিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অবৈধ কারখানা স্বপ্ন ভিলা থেকে ৫০০০ বোতল অবৈধ কোমল পানি, ৫০০০ বোতল ভেজাল লাচ্ছি, ৫০০০ বোতল ভেজাল ফ্রুটো, যৌন উত্তেজক ৪০০০ বোতল জিনসিং, ২০ ঘন চিনি, ২০ কেজি রাসায়নিক রং, ১০ কেজি মিশ্রি, ২০ কেজি সেকারিন, ৩০ কেজি লিকুইড জেলি, ৩০০০ বোতল ভেজাল লিচু ড্রিংকো এবং ০২ টি মেশিন উদ্ধার করেন। অতঃপর উদ্ধারকৃত বিভিন্ন দ্রব্যসামগ্রী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। আসামি আলাউদ্দিন এবং খাইরুল’কে চান্দিনা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।