চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভায় বক্তারা রেমিট্যান্স যোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বের কথা বলেন। জেলার মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রথম হয়েছেন হুমায়ন কবির,জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দ্বিতীয় বিজয়ী হয়েছেন,চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইকবাল হোসেন ইসহাক, মহিলাদের মধ্যে প্রথম বিজয়ী হয়েছেন সালমা আক্তার, দ্বিতীয় হছেন আফরোজা আক্তার।