শাহজালাল সরকার সাজু
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক পৌরসভার জনগুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রম শুরুকরে জনগণের প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয়রা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তার কাজের প্রশংসা করছে। চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এই প্রথম খাল খনন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক জানান পৌরসভার ছায়কোট গরুবাজার থেকে খুদিয়ার পুল পর্যন্ত
প্রায় ২ কিলোমিটার খাল খনন করা হবে। দির্ঘদীন খাল খনন না করায় এবং গরুবাজারের ময়লা ফেলে খালটি ভড়াট হয়ে যায়, যার ফলে পানি চলাচল করতে পারছে না, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে করে বিভিন্ন ধরনের কৃষকের ফসল পচে নষ্ট হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন এলাকার পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নতির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। ইউএনও-র এই পদক্ষেপ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউএনও-র এই কাজের জন্য প্রশংসা করা হচ্ছে। কাজটি যেন ভালো ভাবে শেষ করা হয় তার জন্য তাগিদও দেন তারা। পৌরসভার ময়লা,সড়কের বেহাল দশা, বাজারের যানযট নিরসন চান পৌরবাসী।