উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রকাশিত:
সোমবার, ২৮ জুলাই, ২০২৫
৩
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মধ্যমিক শিক্ষা অফিস ও জেলা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তররের উপ-পরিচালক মোঃ ইউনুছ ফারুকী, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান। সঞ্চালয় ছিলেন ডা. ফিরোজা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার হোসেন।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র এস এস সি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচ এস সি শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এসময় শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী উপস্থিত ছিলেন।