শাহজালাল সরকার সাজু।
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় চান্দিনা উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান। উপজেলার এন সিপির যুগ্ন সম্বনয়ক ফারহানা ইয়াসমিন। জুলাই শহীদের আত্নার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা, দেশ ও জাতীর কল্যানে দোয়া ও মোনাজাত মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে করা হয়।