স্টাফ রিপোর্টার:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- স্বৈরাচার পতনের কৃতিত্ব শুধু কয়েকজন ছাত্রদের নয়, সেই আন্দোলন সংগ্রামে অকাতরে জীবন দিয়েছে বিএনপি’র সাড়ে ৪শ নেতা-কর্মীসহ এলডিপি’র ও ৪জন। কিন্তু কয়েকজন ছেলে একটি রাজনৈতিক দল গঠন করে সব কৃতিত্ব তারা একাই নিতে চায়। আবার এই সরকার তাদেরকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি পাহারায় সভা-সমাবেশ করতে দেয়ার সুবিধা দিচ্ছে। একটি রাজনৈতিক দলকে প্রশাসনিক পাহারায় সমাবেশ করতে দেয়া রাজনৈতিক বৈষম্য।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন- তাদের যদি সাহস থাকে তাহলে অন্যান্য দলের মতো তারাও ওপেন রাজনীতি করবে। পুলিশ পাহারায় সমাবেশ করে বিএনপি’র ও জোটের নেতা-কর্মীদের গালিগালাজ করবে এটা মোটেও ঠিক না। দেশের অর্থ ব্যয় করে একটি রাজনৈতিক দলকে এমন সুযোগ সুবিধা না দেয়ার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধও জানিয়েছি। এমন ভাবে যদি একটি দলকে সুযোগ সুবিধা দেয়া অব্যাহত রাখেন তাহলে প্রতিটি রাজনৈতিক দল আপনার বিরুদ্ধে স্বোচ্ছার হবে।
সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- নির্বাচন না দিয়ে এদেশ চালানোর ক্ষমতা আপনার নাই। ইতোমধ্যে আপনি ব্যর্থ সরকার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সারা বিশ^ আপনাকে শ্রদ্ধা করে, তবে আপনি জেনে রাখেন নোবেল বিজয়ী দিয়ে দেশ চালানো যায় না। এ জাতি একটি নির্বাচন চায়। আগামী ৫ আগষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা আপনি ঘোষণা করবেন এমনটাই প্রত্যাশা করে দেশবাসী।
পৌর এলডিপি সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু মেম্বারের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মো. শাহআলম, সহ-সভাপতি আব্দুস সামাদ কমিশনার, এলডিপি নেতা আব্দুল লতিফ কমিশনার, আব্দুস সালাম, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, পৌর গণতান্ত্রিক কৃষকদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ওয়ার্ড গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম সরকার মাস্টার, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।