স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে ১০৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ৮ বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
তিনি জানান, উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, এ সময়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৮ জন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরো বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: নামজা আক্তার, উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাশার, তিতাস থানা পুলিশ ও মৎস্য দপ্তরেরে কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন